বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়ে সাফিন মির্জা (ছদ্মনাম) মাত্রই দেশের একটি শীর্ষস্থানীয় এফএমসিজি কোম্পানিতে টেরিটরি অফিসার হিসেবে যোগদান করেছেন। আর সবার মতো জয়েনিং ফর্মালিটিজ আর ইনডাকশন পর্ব শেষে তাকে ঢাকার বাইরে মফস্বল শহরে পোস্টিংয়ে পাঠিয়ে দেয়া হয়েছে। যা শহরে বেড়ে উঠা সাফিনের জন্যে বিরাট চ্যালেঞ্জ হিসেবে ধরা দিয়েছে। সেই সাথে নতুন কর্মপরিবেশে মানিয়ে নেয়ার পাশাপশি ড্রিস্টিবিউটর ব্যবস্থাপনা‚ টিম সামলানো‚ রিপোর্টিং বসের সাথে মানিয়ে নেয়ার ব্যাপারতো আছেই। আসলে সব গ্র্যাজুয়েটকেই বিশ্ববিদ্যালয় জীবনের পাঠ চুকিয়ে কর্পোরেট জগতে প্রবেশের পর বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতেই হয়।
বলা হয়ে থাকে যে একজন সদ্য গ্র্যাজুয়েটের চাকুরীতে প্রবেশের প্রথমদিককার সময়গুলো বিশেষত প্রবেশনের ছয় মাস খুব গুরুত্বপূর্ণ । এই সময়টা একদিকে যেমন অধিক লার্নিংয়ের এবং অপরদিকে প্রাপ্ত নির্দেশনা গুলো কত দ্রুত‚ নির্ভুল আর সুন্দরভাবে বাস্তবায়ন করে চলেছেন সেটাও গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে ইউনিভার্সিটি লাইফে করা উল্লেখযোগ্য সংখ্যক এসাইনমেন্ট যা আপনাকে ডেডলাইন মিট করতে শিখিয়েছে‚ অসংখ্য প্রেজেন্টেশন‚ ডিবেটিং ‚ অর্গানাইজার হিসেবে কাজ করার অভিজ্ঞতা ও অন্যসব এক্সট্রা ক্যারিকুলাম এক্টিভিটিস আপনাকে নিশ্চিতভাবেই সহায়তা করবে। আর ইন্টার্নশিপ সময়টাতে করা নানান কাজ আপনাকে প্রবেশনারি সময়টা ভালোভাবে উৎরাতে সাহায্য করবে।
উল্টোদিকে‚ প্রতিকূল কর্মপরিবেশ‚ প্রয়োজনীয় সাপোর্টের অভাব‚ অতিরিক্ত কাজের চাপ‚ অধিক কর্মঘণ্টা‚ জব রেসপন্সসিবিলিটি সম্পর্কে সম্যক ধারণা না থাকা‚ অবস্থানগত সমস্যা সহ আপনি বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখিও হতে পারেন। সেক্ষেত্রে খুব ধৈয্য সহকারে‚ বিচক্ষণতার সহিত অভিজ্ঞদের পরামর্শ নিয়ে চ্যালেঞ্জগুলো আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারেন। কিন্তু কোনভাবেই ভেঙ্গে পড়া বা নেগেটিভ মনোভাব প্রকাশ করতে যাবেন না। বরং পজিটিভ মনোভাব বজায় রাখুন আর দায়িত্ব নিয়ে কাজ করুন।
ছাত্রাবস্থায় নিজের মতো করে ইচ্ছেমতো চলাফেরা করা যায়, আর কর্পোরেটে অলওয়েজ পজিটিভ থাকাটাই সবার কাছে যুক্তিযুক্ত। অনেক সময় সরাসরি অনেক কিছু বলা হয়ে উঠে না তার চেয়ে বরং আচরণে অনেক স্ট্র্যাটেজিক হোন। আর কোন কাজই ফেলে না রেখে ঠিক সময়ে ঠিক কাজটি করে ফেলাই ভালো। আবার কাজের ক্ষেত্রে দায়িত্ব নিতে শিখুন, কাজকে কখনো এড়িয়ে যাবেন না।
শুরুতেই প্রতিস্ঠানের নিয়মনীতি তথা কালচার সম্পর্কে জানাও জরুরী। একেক জায়গায় কর্পোরেট কালচার একেকরকম হয়ে থাকে তাই আপনার প্রতিষ্ঠানের কালচার সম্পর্কে জানার এবং সেভাবেই কাজ করার চেষ্টা করুন।
শুরু থেকেই নতুন জিনিস শেখার প্রতি আপনার আগ্রহের কথা জানান দিন। চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা থাকাও জরুরী। সেইসাথে প্রয়োজনে নিজে থেকে নতুন নতুন বিজনেস আইডিয়া কিংবা প্রজেক্ট প্রপোজালও দেয়া যেতে পারে। এসবই আপনাকে কতৃপক্ষের কাছে একজন ডেডিকাটেড কর্মী হিসেবে তুলে ধরার পাশাপাশি আপনার সম্পর্কে পজিটিভ ইমেজ তৈরীতে করবে।
জানেনতো জীবনের অন্যান্য ক্ষেত্রের মতো কর্পোরেট দুনিয়াতেও টিম ওয়ার্কটা বেশ গুরুত্বপূর্ণ। এক একটি কাজে অনেক ডিপার্টমেন্ট তথা বহু লোক জড়িত থাকেন। সবার সাথে প্রয়োজনীয় যোগাযোগ আর সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে পারলে অনেক চ্যালেঞ্জ যেমন সহজে ওভারকাম করা যায়‚ কাজেও সাফল্য আসে আবার ব্যাক্তির পার্ফরমেন্সেও আসে গতি।
কর্মজীবনে কাজের ক্ষেত্রে সহ কর্মী তথা সিনিয়রদেরকে কোন কিছু জানতে চেয়ে প্রশ্ন করতে দ্বিধা করবেন না, যত বেশী প্রশ্ন করবেন ততই আপনি জানতে ও শিখতে পারবেন। মজার ব্যাপার হলো এই সময়টাতে আপনি প্রতিষ্ঠানের ভেতর ও বাইরে থেকে উল্লেখযোগ্য সংখ্যাক শুভাকাঙ্ক্ষী পেয়ে যাবেন যারা আপনার ক্যারিয়ারকে এগিয়ে নিতে যথাসম্ভব সহায়তা করে যাবেন। আর এভাবেই আপনি একটি কার্যকরী কর্পোরেট নেটওয়ার্ক গড়ে তুলতে পারবেন যা কর্মক্ষেত্রের প্রাথমিক চ্যালেঞ্জসমূহ মোকাবেলার পাশাপাশি আপনার লার্নিং তথা পুরো ক্যারিয়ারকে অনেক দূর এগিয়ে নিতে সহায়তা করবে বলে আশা রাখি।
আরো পড়তে পারেনঃ
কর্মক্ষেত্রে নতুন বস? সামলে নেবেন কিভাবে…?
সদ্য গ্র্যাজুয়েটদের দরকারি ৭ পরামর্শ…
কোথায় পাবেন কর্পোরেট জব সার্কুলার?
কর্মক্ষেত্রে দক্ষতা সমূহ যা আপনাকে এগিয়ে দেবে…
কর্পোরেট জগতের প্রাথমিক চ্যালেঞ্জ মোকাবেলায় আপনি কতটুকু প্রস্তুত?
Follow me on Facebook . Check out my Website .
16 Comments
[…] কর্পোরেট জগতের প্রাথমিক চ্যালেঞ্জ কি… […]
[…] জেনে নিন কর্পোরেট জগতের প্রাথমিক চ্যালেঞ্জ মো… […]
[…] জেনে নিন কর্পোরেট জগতের প্রাথমিক চ্যালেঞ্জ মো… […]
[…] জেনে নিন কর্পোরেট জগতের প্রাথমিক চ্যালেঞ্জ মো… […]
[…] জেনে নিন কর্পোরেট জগতের প্রাথমিক চ্যালেঞ্জ মো… […]
[…] জেনে নিন কর্পোরেট জগতের প্রাথমিক চ্যালেঞ্জ মো… […]
[…] কর্পোরেট জগতের প্রাথমিক চ্যালেঞ্জ মো… […]
[…] কর্পোরেট জগতের প্রাথমিক চ্যালেঞ্জ মো… […]
[…] কর্পোরেট জগতের প্রাথমিক চ্যালেঞ্জ মো… […]
[…] কর্পোরেট জগতের প্রাথমিক চ্যালেঞ্জ মো… […]
[…] কর্পোরেট জগতের প্রাথমিক চ্যালেঞ্জ মো… […]
[…] কর্পোরেট জগতের প্রাথমিক চ্যালেঞ্জ মো… […]
[…] জেনে নিন কর্পোরেট জগতের প্রাথমিক চ্যালেঞ্জ মো… […]
[…] জেনে নিন কর্পোরেট জগতের প্রাথমিক চ্যালেঞ্জ মো… […]
[…] কর্পোরেট জগতের প্রাথমিক চ্যালেঞ্জ মো… […]
[…] জেনে নিন কর্পোরেট জগতের প্রাথমিক চ্যালেঞ্জ মো… […]