সেদিন চট্টগ্রাম থেকে পরিচিত এক ছোট ভাই ফোন করে সালাম ও ঈদ শুভেচ্ছা বিনিময়ের পর আমাকে জিজ্ঞেস করে আচ্ছা ভাইয়া, কোথাও যোগদানের পূর্বে কিভাবে বুঝবো কোম্পানিটি ভালো নাকি সমস্যাযুক্ত?
প্রতি উত্তরে আমি ভালো-খারাপ ডিফাইন না করে ব্যাপারটা ভিন্ন ভাবে তুলে ধরার চেষ্টা করি যাতে করে সে কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান খুঁজে নিতে পারে।
আমি তাকে বলি আসলে ভালো কোম্পানির নাম বললেই আমাদের চোখের সামনে ভেসে উঠে এফএমসিতে ইউনিলিভার, রেকিট বেনকিজার, নেসলে, পিএনজি কিংবা ম্যারিকোর বহুজাতিক কোম্পানির নাম। তেমনিভাবে পেইন্টসের জগতে বার্জার, টোব্যাকোতে বিএটি কিংবা ফিলিপ মরিস, ব্যাংক সেক্টরে এইচএসবিসি বা এসসিবি, ফুটওয়্যারে বাটা, টেলকোতে গ্রামীণফোন, মোবাইল মানি ট্রান্সফারে বিকাশ সন্দেহাতীত ভাবে সেরা।