‘গ্রোথ- প্রফেশনাল, পার্সোনাল এন্ড স্পিরিচুয়াল’ বইটি সংগ্রহ করার পর, একজন পাঠক হিসেবে পড়তে শুরু করলাম। ভেবেছিলাম ধীরে ধীরে পড়ব, কিন্তু শুরু করতে করতেই কখন যেন ৬৪ নম্বর পৃষ্ঠায় পৌঁছে গেলাম! তারপর আবার পড়তে বসার পর মনে হলো-এ যেন এক মুহূর্তেই শেষ হয়ে গেল!
“বইটি শুধু একটি লেখা নয়, বরং জীবনের বাস্তব অভিজ্ঞতা, উপলব্ধি আর শেখার সমন্বয়। ‘আপনার আসল গ্রাহককে চিনে নিন এবং জীবনের প্যারা কমিয়ে আনুন’-এই অধ্যায়ের মাধ্যমে নর্থ বেঙ্গল যাত্রার গল্প দিয়ে শুরু, এরপর একে একে এসেছে ক্যারিয়ারে অন্যদের চেয়ে দ্রুত এগিয়ে যাওয়ার রহস্য, কর্ম ক্ষেত্রে নতুন বস এবং কাজের চাপ কিভাবে সামলাবেন, কনফ্লিক্ট কিভাবে সামলে চলবেন, একজন তরুণ কর্পোরেট লিডার হিসেবে টিমের শ্রদ্ধা অর্জনের কৌশল, কর্পোরেট সাফল্যে ব্যক্তির ভূমিকা সমূহ, টিম লিডার হিসেবে কারা সফল এবং লিডার হিসেবে আপনার দায়িত্ব ও কর্তব্য সমূহ, চ্যালেঞ্জিং এই সময়ে নিজেকে একজন সত্যিকার প্রফেশন হিসেবে গড়ে তোলার পাশাপাশি আল্লাহ সিদ্ধান্তের উপর বিনয়ী হওয়ার প্রয়োজনীয়তা, নিয়নিত ট্রেনিং এবং ওয়ার্কশপে অংশগ্রহণের প্রয়োজনীয়তা, মিড-লেভেল ক্যারিয়ার ক্রাইসিস এবং এর থেকে পরিত্রাণের সর্বোত্তম উপায়, আমাদের দেশের পরিপ্রেক্ষিতে ব্যস্ত কর্পোরেট লাইফে ওয়ার্ক লাইফ ব্যালেন্স মেইনটেইন করার কলাকৌশল, হঠাৎ চাকরি চলে যাওয়া এবং এর থেকে ঘুরে দাঁড়ানোর উপায় সমূহ, নিজের ২৪ ঘন্টা সময়ের সদ্ব্যবহারের কলাকৌশল ও আর্থিক পরিকল্পনার মতো মহাগুরুত্বপূর্ণ বিষয় সমূহ যথাযথভাবে উঠে এসেছে।”
প্রতিটি অধ্যায়ে জীবনের বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞতা, সফলতা-ব্যর্থতার গল্প আর আত্মউন্নয়নের বার্তা রয়েছে। বইটির আরেকটি বিশেষ দিক হলো- ঘটনা পরিক্রমায় বইতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের একজন সম্মানিত অধ্যাপকের লেখা কবিতার বইয়ের কথাও উল্লেখ করা হয়েছে, যা পাঠকদের জন্য ভিন্ন মাত্রার উপলব্ধির দুয়ার খুলে দেয়। আরও চমকপ্রদ বিষয় হলো, এই বইটির টেস্টিমোনিয়াল লিখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্টার্ন ইলিনস বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত অ্যাসোসিয়েট প্রফেসর ডঃ মোহাম্মদ শামসুদ্দহা স্যার, যা বইটিকে আরও গভীরতা এবং গ্রহণযোগ্যতা দিয়েছে।
লেখক একজন পাঠকের হাতে ‘গ্রোথ- প্রফেশনাল, পার্সোনাল এন্ড স্পিরিচুয়াল’ বইটি তুলে দিচ্ছেন ।
বইটির শেষ অংশে ভ্রমণের গুরুত্ব, ভুলতে যাওয়া ধর্মীয় বিধি-বিধান ও প্র্যাকটিসকে পুনরুজ্জীবিত করে নিজেকে ফিরে পাওয়ার অনুভূতি এবং অন্তর পরিবর্তনের প্রত্যাশায় ওমরাহ পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কা এবং মদিনার যাত্রা নিয়ে যে লেখা এসেছে, তা যেন হৃদয়ে এক অন্যরকম প্রশান্তি এনে দেয়।
কিন্তু যা সবচেয়ে বেশি নাড়া দিয়েছে, তা হলো বইয়ের শেষ লাইনটি…!
“……মহান রব যেন আমাদের সবাইকে দুনিয়া এবং আখেরাত উভয় জাহানের কামিয়াবি দান করেন।”
উপরোক্ত আকাঙ্ক্ষার মাধ্যমে যেন পরিপূর্ণতার ছোঁয়া দেওয়া হয়েছে বইটিতে। মনে হলো, এটাই হয়তো বইটির প্রকৃত সারসংক্ষেপ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ!
এই বই কী শুধু একটি লিখা মাত্র? নাকি আমাদের চারপাশের অসংখ্য মানুষের জীবনের টুকরো গল্প যা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রয়াস চালিয়েছেন লেখক? উত্তর জানতে হলে অমর একুশে বইমেলা ২০২৫ তে ‘স্বরে -অ’ প্রকাশনী হতে প্রকাশিত বইটি পড়ুন এবং আমাদেরকে আপনার অনুভূতি জানান।
জীবন, ক্যারিয়ার ও আত্মউন্নয়নের অনন্য সংকলন-‘গ্রোথ- প্রফেশনাল, পার্সোনাল এন্ড স্পিরিচুয়াল’ এবং ‘জার্নি টু মাই ফার্স্ট কর্পোরেট জব’ উভয় বই হাতে অমর একুশে বই মেলার স্বরে-অ প্রকাশনীর স্টলে লেখক।
উল্লেখ্য যে এটি লেখকের প্রকাশিত দ্বিতীয় বই। ২০২৩ সালের অমর একুশে বইমেলায় লেখকের প্রথম প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সদ্য গ্র্যাজুয়েট ও নবীন কর্মীদের জন্য ক্যারিয়ার গাইডলাইন মূলক বই “জার্নি টু মাই ফার্স্ট কর্পোরেট জব” পাঠক মহলে সমাদৃত হয়েছে এবং এর দ্বিতীয় সংস্করণও ‘একুশে বই মেলা ২০২৫’ ‘স্বরে -অ’ প্রকাশনী এবং রকমারি ডট কমেও পাওয়া যাচ্ছে।
‘গ্রোথ- প্রফেশনাল,পার্সোনাল এন্ড স্পিরিচুয়াল’ বইটি রকমারি ডট কম থেকেও সংগ্রহ করতে পারেন।
অর্ডার লিঙ্কঃ
https://www.rokomari.com/book/458596/growth
Follow me on Facebook . Check out my Website