ইন্টার্নশীপ, কোথায় করবেন?

নিয়োগকর্তা আপনার থেকে যা কখনোই আশা করেন না!
July 5, 2019
কর্পোরেট জবে প্রবেশন সময়কালে করনীয় কি?
August 24, 2019

কর্ম জীবনে ইন্টার্নশীপের বহুবিধ উপকারিতা রয়েছে।

রিয়াদ মুন্তাসির, ব্যাবসায় প্রশাসনে গ্র্যাজুয়েশন শেষ করতে যাচ্ছেন। আর অল্প কিছু দিন পর-ই ইন্টার্নশীপে যোগদান করতে হবে তাই এখন থেকে ইন্টার্নশীপের ব্যাপারে খোঁজ – খবর নিতে শুরু করেছেন। কোথায় এবং কিভাবে পাওয়া যাবে কাঙ্ক্ষিত সেই ইন্টার্নশীপ এসব নিয়ে তার ভাবনার শেষ নেই। মুন্তাসিরের মতো আরো যারা ইন্টার্নশীপের ব্যাপারে খোঁজ–খবর নিচ্ছেন তাদের নিয়েই আজকের আয়োজনঃ

আসুন প্রথমেই ইন্টার্নশীপ সম্পর্কে অল্প বিস্তর জেনে নিই। ইন্টার্নশীপ হচ্ছে কোম্পানি বা নিয়োগকর্তা কর্তৃক সম্ভাব্য নবীন কর্মীকে তথা সদ্য গ্র্যাজুয়েটকে একটি নির্দিষ্ট সময়ের জন্য কাজ করার সুযোগ দান কে বুঝিয়ে থাকে। এর মাধ্যমে সদ্য গ্র্যাজুয়েটরা বিভিন্ন ইন্ডাষ্টি এবং চাকুরীর বাস্তব অভিজ্ঞতা অর্জনের সু্যোগ পায়।

আমাদের দেশে সাধারণত ইন্টার্নের সময়সীমা দুই মাস থেকে ৬ মাস পর্যন্ত হয়ে থাকে। তবে প্রতিষ্ঠান ভেদে কোথাও কোথাও এর সময়সীমা ১ বছর হতেও দেখা যায়। সচরাচর ইন্টার্নশীপ তিন ধরণের হয়ে থাকে। পেইড ইন্টার্ন, কোথাও আংশিক পেইড আবার কোথাও আন-পেইড ইন্টার্নও দেখা যায়।

কর্ম জীবনে ইন্টার্নশীপের বহুবিধ উপকারিতা রয়েছে। এটি আসলে সাহায্য করে কিভাবে ইউনিভার্সিটির কোর্সের পড়াশোনা বাস্তব জীবনে প্রয়োগ করা যায়। কিংবা ইন্টার্নশীপকে কর্ম জীবনে প্রবেশের আগে ট্রায়াল হিসেবে নিয়েও এই ব্যাপারে সিরিয়াস হওয়া উচিৎ।

 

কোথায় ইন্টার্ন করবেনঃ

আপনার পঠিত বিষয় আর ক্যারিয়ার পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে ইন্টার্নশীপের জন্য প্রতিষ্ঠান নির্বাচন করুন তাহলে আপনি অধিক লাভবান হবেন। অর্থাৎ আপনি যে সেক্টরে ক্যারিয়ার গড়তে চান সেই সব কোম্পানিতে ইন্টার্নশীপের জন্য আবেদন করুন। ইন্টার্নশীপের খোঁজ খবর  – Video!

 

যেভাবে ইন্টার্নশীপের খোঁজ খবর পাবেনঃ

অধিকাংশ কোম্পানি তাদের ওয়েবসাইটে ইন্টার্নশীপের জন্য আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। আপনি চাইলে কোম্পানি ওয়েবসাইটের পাশাপাশি রিক্রুটম্যান্ট ফার্ম, জব ফেয়ার, অন লাইন জব পোর্টাল, লিঙ্কডইন, বিভিন্ন ফেসবুক ভিত্তিক গ্রুপ, বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব, জব সার্কুলার পেইজে ইন্টার্নশীপের সার্কুলার পেতে পারেন। খোঁজ পেতে পারেন পরিচিত সিনিয়র, আত্নীয়-স্বজন, বন্ধু-বান্ধবের মাধ্যমেও যারা বিভিন্ন জায়গায় চাকুরীতে নিযুক্ত আছেন।

 

 

ঝটপট LinkedIn -এ প্রোফাইল খুলে ফেলুন! Image Courtesy: Google

ইন্টার্নশীপের  জন্যে আবেদনের পূর্বে করণীয়ঃ

আসলে প্রতিযোগীতার এই সময়ে অনেক ক্ষেত্রে ইন্টার্নশীপের জন্যেও বেশ প্রতিযোগীতার মুখোমুখি হতে হয়। অসংখ্য আবেদনকারীর মধ্য থেকে নিজেকে এগিয়ে রাখতে নিজের যৎসামান্য প্রস্তুতি থাকা অত্যাবশ্যাক। এই যেমন –

১। মান সম্মত রিজুমি বানিয়ে নিন এবং এতে এক্সটা / কো-কারিকুলার এক্টিভিটিস সুন্দর ভাবে উপস্থাপন করুন যা আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে।

২। দেশের সবচেয়ে বড় জব পোর্টাল বিডিজবস ডট কম –এ আপনার একাউন্ট তৈরী করে নিলে আবেদন করতে সহজ হবে।

৩। LinkedIn –এ প্রোফাইল খুলুন এবং নিজের নেটওয়ার্ক বাড়িয়ে নিতে সচেষ্ট হোন।

গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, যারা ইন্টার্নশীপ করতে যাচ্ছেন কিংবা ভবিষতে করবেন, সবারই  উচিৎ হবে নিজ পরিকল্পনা অনুযায়ী সঠিক সেক্টর নির্বাচন করে ইন্টার্নশীপে যোগদান করা এবং একে সিরিয়াসলি নিয়ে ইন্ডাষ্টি সম্পর্কে জানার পাশাপাশি নিজেকেও সমৃদ্ধ করা  যাতে করে পরবর্তীতে জব পেতে সহজ হয়। 

পড়ুনঃ কর্পোরেট লাইফ এবং ইউনিভার্সিটি লাইফের মধ্যে তফাৎ কোথায় ?

Follow me on Facebook. Check out my Website.

Hossain Joy
Hossain Joy
Hossain Joy is a seasoned professional in the corporate world, bringing a wealth of experience and insights to the table. With a successful career spanning 12 years, he has navigated the intricacies of the corporate landscape with resilience and determination. Hossain Joy is not only an accomplished writer but also a mentor who is passionate about sharing the valuable lessons learned throughout his journey. He has authored the inspiring book "Journey to My First Corporate Job," offering a compelling narrative of his early career experiences, challenges, and triumphs. In addition to his book, Hossain Joy extends his reach through a thought-provoking blog, where he imparts practical advice and wisdom gained from years of corporate life. He aims to guide and inspire young professionals, providing them with the tools to navigate their own paths to success. Whether through the written word or personal mentorship, Hossain Joy remains dedicated to empowering the next generation of professionals, fostering a community of growth, resilience, and achievement. Connect with Hossain Joy on Facebook.com/Hossain.Joy for more insights and updates on his journey and upcoming projects.

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *